বাসস দেশ-২৮ : গরীব মানুষকে নিজের আত্মীয়ের মতো চিকিৎসা দেয়ার আহ্বান জানালেন বিএমএ সভাপতি

315

বাসস দেশ-২৮
সেমিনার-জন্মদিন
গরীব মানুষকে নিজের আত্মীয়ের মতো চিকিৎসা দেয়ার আহ্বান জানালেন বিএমএ সভাপতি
নারায়ণগঞ্জ, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : স্বাস্থ্য সেবায় ফাঁকিবাজি বন্ধ করে প্রত্যন্ত অঞ্চলের গরীব নীরিহ মানুষকে নিজের আত্মীয়ের মতো চিকিৎসা সেবা প্রদান করার জন্য ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন।
আজ বিকেলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ ও (বিএমএ যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘সার্বজনীন স্বাস্থ্য সেবা ও জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের একটি রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বিএমএ মহাসচিব ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী, বিএমএ’র দপ্তর সম্পাদক ডাক্তার শহীদুল হক, খানপুর তিনশ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু জাহের, নারায়ণগঞ্জ গাইনি এসোসিয়েশনের সভাপতি ডাক্তার লায়লা পারভীন মাধবী।
সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে একটি কেক কাটা হয়।
বাসস /সংবাদদাতা/এমএআর/১৯৫০/-এইচএন