বাসস দেশ-২২ : মধ্য প্রাচ্যের দেশসমূহে অনলাইন এইচএসসি ও বিএ প্রোগ্রাম চালু করা হবে : বাউবি উপাচার্য

139

বাসস দেশ-২২
বাউবি-মতবিনিময়
মধ্য প্রাচ্যের দেশসমূহে অনলাইন এইচএসসি ও বিএ প্রোগ্রাম চালু করা হবে : বাউবি উপাচার্য
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ভবিষ্যতে আরব আমিরাতসহ মধ্য প্রাচ্যের দেশ সমূহে অনলাইন এইচএসসি ও বিএ প্রোগ্রাম চালু করা হবে বলে জানিয়ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৭ বর্ষে গাজীপুর জেলার সকল গণমাধ্যম কর্মীদের সাথে আজ সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এম এ মান্নান বলেন, প্রবাসি বাংলাদেশিদের দক্ষতা বাড়াতে দক্ষিণ কোরিয়ার সিউলে অনলাইন এইচএসসি ও বিএ প্রোগ্রাম সম্প্রতি চালু করা হয়েছে। আগামীতে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশ সমূহে অনুরূপ প্রোগ্রাম চালুর উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, ৫৭ টি একাডেমিক প্রোগ্রামের মাধ্যমে উন্মুক্ত ও দূরশিক্ষায় শিক্ষা গ্রহণ করে জুড়ে দেশে ৬ লাখের অধিক শিক্ষার্থী জাতির দক্ষ জনসম্পদের অংশ হচ্ছে।
এম এ মান্নান বলেন, শিক্ষার মহাসরণীতে প্রচলিত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নানা কারণে যাদের পক্ষে অধ্যয়নের সুযোগ নেয়া সম্ভব হয়নি ও কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য যাদের শিক্ষা গ্রহণ অপরিহার্য, চাকুরীর পাশাপাশি তাঁরাই এখানে পাঠ গ্রহণ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত বিশ্বের পর্যায়ে পৌঁছানোর জন্য যে রূপকল্প বাস্তবায়ন করছেন, উš§ুক্ত বিশ্ববিদ্যালয় সে লক্ষ্যে ২০৩৫ সাল পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের অর্গনোগ্রাম, শিক্ষা প্রোগ্রাম পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে।
সমগ্র দেশের সাথে বাউবি যথাযোগ্য মর্যাদায় মুজিব বর্ষ পালনে নানা কর্মসূচী গ্রহণ করতে যাচ্ছে। বছরজুড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও আঞ্চলিক কেন্দ্রে এ অনুষ্ঠানগুলো হবে বলেও জানান উপাচার্য।
অনুষ্ঠানে প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন, ডিন অধ্যাপক সুফিয়া বেগম, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম এবং অবসর-উত্তর ছুটিতে থাকা তথ্য পরিচালক মো. আবুল কাসেম শিকদার উপস্থিত ছিলেন।
বাসস/সবি/বিকেডি/১৯১৫/-জেজেড