সাবেক ফরাসী প্রেসিডেন্ট জ্যাক শিরাকের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু

259

প্যারিস, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়েছে।
মধ্য প্যারিসের সেন্ট সালপিচ চার্চে সোমবার এ অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ইউরোপীয় কশিনের প্রধান জ্যাঁ ক্লদ জাংকারসহ বিশ্বের অনেক নেতাই অংশ নিয়েছেন। এছাড়া আরো অংশ নেন শিরাকের পরই ক্ষমতায় আসা নিকোলাস সারকোজি এবং ফ্রাঁসোয়া ওলাদঁ।
শিরাকের বিধবা স্ত্রী বারনাদিত অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যক্তিগত আয়োজনে অংশ নেন। অসুস্থ থাকায় মূল এই অনুষ্ঠানে তিনি অংশ নিচ্ছেন না।
গত সপ্তাহে শিরাক ৮৬ বছর বয়সে প্যারিসে মারা যান। তিনি ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন।