ভিয়েতনামে বন্যায় ১৯ জনের মৃত্যু, ১১ জন নিখোঁজ

311

হ্যানয়, ২৭ জুন, ২০১৮ (বাসস ডেস্ক): ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশগুলোতে সপ্তাহান্তে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৯ জনের মৃত্যু ও আরো ১২ জন আহত হয়েছে। এতে এখনো স্থানীয় ১১ জন নিখোঁজ রয়েছে। বুধবার দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টীয়ারিং কমিটি একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, এদের মধ্যে লাই চাউ প্রদেশে ১৪ জনের এবং হা গিয়াং প্রদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সকলে ভূমি ও ঘরবাড়ি ধসে বা আকস্মিক বন্যার কারণে মারা যায়। আর এ প্রকৃতিক দুর্যোগে নিখোঁজ সকলেই লাই চাউ প্রদেশের বাসিন্দা। বুধবার সকালে বন্যার তোড়ে তারা ভেসে যায়।
এতে ১২৪টি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে এবং ২ হাজার ৯৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যার কারণে ১ হাজার ২০৩ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে।