আঙ্গুলের ইনজুরির কারণে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে এ্যাস্টন টার্নার

162

সিডনি, ৩০ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া টি-২০ সিরিজের জন্য অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার এ্যাস্টন টার্নারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমনকি ৩-৮ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য টি-২০ সিরিজেও তাকে নাও পেতে পারে অস্ট্রেলিয়া। ঘরোয়া মার্শ কাপের অনুশীলনে ডান হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন টার্নার। ধারণা করা হচ্ছে এজন্য তাকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে ওয়াকা স্পোর্টস এন্ড সাইন্স মেডিসিন ম্যানেজার নিক জোনস এই তথ্য নিশ্চিত করেছেন।
চলতি বছরের শুরুতে ভারত সফরের পারফরমেন্স বিবেচনা করে টার্নারকে দলে ডাকা হয়েছিল। বিশেষ করে মোহালিতে তিনি দারুন পারফর্ম করেছেন। ওয়ানডে সিরিজের ঐ ম্যাচটিতে অস্ট্রেলিয়া রেকর্ড ৩৫৯ রান তাড়া করে জয় তুলে নিয়েছিল। টার্নার ৪৩ বলে করেছিলেন ৮৪ রান। এর মধ্যে ৫৬ রান এসেছিল বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে।
চলমান মার্শ কাপেও টার্নারের শুরুটা দারুন হয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে ১২৫ রানের জয়ে টার্নার ৪৯ বলে ৫২ রান সংগ্রহ করেছিলেন।