বাসস ক্রীড়া-১ : জয়ের ধারায় ফিরলো নাপোলি, এসি মিলানকে শাস্তি দিল রিবেরির ফিওরেন্টিনা

135

বাসস ক্রীড়া-১
ফুটবল-সিরি-এ
জয়ের ধারায় ফিরলো নাপোলি, এসি মিলানকে শাস্তি দিল রিবেরির ফিওরেন্টিনা
মিলান, ৩০ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : ব্রেসিয়াকে ২-১ গোলে পরাজিত করে সিরি-এ লিগে জয়ের ধারায় ফিরেছে নাপোলি। অন্যদিকে ফ্রাংক রিবেরির দল ফিওরেন্টিনা এসি মিলানকে ৩-১ গোলের পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছে। এই নিয়ে লিগে টানা তৃতীয় পরাজয়ে টেবিলের ১৬তম স্থানে নেমে গেছে মিলান।
ইতালিয়ান সবগুলো দলই চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে মাঠে নামবে। নাপোলির বিপক্ষে ব্রেসিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন মারিও বালোতেল্লি। এর আগে ড্রিয়েস মার্টিনস ও কস্তাস মানোলাসের প্রথমার্ধের গোলে সান পাওলোতে এগিয়ে গিয়েছিল স্বাগতিক নাপোলি। আগের সপ্তাহে কাগলিয়ারির বিপক্ষে পরাজয়ের পর এই জয় কিছুটা হলেও চ্যাম্পিয়ন্স লিগের বেলজিয়ান ক্লাব জেঙ্ক সফরের আগে দলকে আত্মবিশ্বাস যোগাবে।
ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কার্লো আনচেলত্তির দল টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে নাপোলি। শনিবার সাম্পদোরিয়াকে ৩-১ গোলে পরাজিত করে ইন্টার মিলান ১৮ পয়েন্ট নিয়ে জুভেন্টাসকে পিছনে ফেলে শীর্ষস্থান ধরে রেখেছে। ১৯৬৬-৬৭ সালের পর এই প্রথমবারের মত লিগে প্রথম ছয়টি ম্যাচেই জয় পেল ইন্টার মিলান। ইউরোপীয়ান আসরে তাদের এবারের প্রতিপক্ষ বার্সেলোনা।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘আমরা ৩-০ গোলের ব্যবধানে জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। তবে কিছু ইনজুরির কারনে একটি গোল হজম করতে হয়েছে। ইতিবাচক দিক হচ্ছে ম্যাচের একটি কঠিন সময়ে আমরা নিজেদের ধরে রেখেছিলাম। এখনো কিছু খেলোয়াড়ের পূর্ণ ফিটনেস ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সবাই না হলেও কিছু অবশ্য নিজেদের প্রমান করতে পেরেছে।’
বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস এসপিএএল’কে ২-০ গোলে পরাজিত করে আটলন্টাকে তিন পয়েন্টের ব্যবধানে পিছনে ফিলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আটলান্টা শনিবার ৪-১ গোলে সাসোলোকে বিধ্বস্ত করেছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস বায়ার লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামবে। অন্যদিকে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামা আটলান্টা ঘরের মাঠে শাখতার দোনেৎস্ককে আতিথ্য দিবে।
তবে নতুন কোচ মার্কো গিমপাওলোর অধীনে এসি মিলান কোনভাবেই নিজেদের মেলে ধরতে পারছে না। সাবেক এই ইউরোপীয়ান জায়ান্টরা ছয় ম্যাচের চারটিতেই পরাজিত হয়েছে। গিমপাওলো বলেছেন, ‘আজ আমরা এমন একটি দলে পরিণত হয়েছিলাম যাদের দেখে মনে হয়েছে কোনদিনই অনুশীলনে নামেনি।’
বায়ার্ন মিউনিখের সাবেক তারকা মিডফিল্ডার রিবেরি এবারের মৌসুমে প্রথমবারের মত ফিওরেন্টিনাকে পরপর দুই ম্যাচে জয় উপহার দিলেন। ৭৭ মিনিটে তিনি দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এর আগে ১৪ মিনিটে এরিক পুলগারের পেনাল্টিতে এগিয়ে যাবার পর গায়েটানো কাস্ট্রোভিলার ৬৬ মিনিটের গোলে ব্যবধান দ্বিগুন করেছিল ফিওরেন্টিনা। ৫৫ মিনিটে রিবেরিকে ফাউলের অপরাধে সরাসির লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যান মাতেও মুসাচিও। যে কারনে বাকি সময়টা মিলানকে ১০জন নিয়েই খেলতে হয়েছে। সান সিরোরর সমর্থকরা ম্যাচ শেষে দাঁড়িয়ে রিবেরিকে অভিবাদন জানিয়েছেন। ফিওরেন্টিনার কোচ ভিনসেনজো মনটেলাও রিবেরির প্রশংসা করে বলেছেন, ‘এটা তার প্রাপ্য ছিল, দারুন একটি ম্যাচ সে উপহার দিয়েছে। এমনকি পাঁচ থেকে ছয় বছর আগেও তার মধ্যে যে গতি ছিল সেটা এখন না থাকলেও সবসময়ই সে দলের পার্থক্য গড়ে দেয়।’
বাসস/নীহা/১৬০০/স্বব