বাসস দেশ-৩৫ : বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীকে সহায়তা করতে হবে : মোহাম্মদ নাসিম

467

বাসস দেশ-৩৫
নাসিম-স্মরণসভা
বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীকে সহায়তা করতে হবে : মোহাম্মদ নাসিম
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের সহায়তা করতে হবে।
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লড়াই থেকে এ দেশের প্রগতিশীল রাজনীতি কোনভাবে বিচ্ছিন্ন নয়।
তিনি আজ রাজধানীর পল্টনে সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চার নেতার স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা হিউবার্ট গোমেজের সভাপতিত্বে আলোচনা সভায় অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, নির্মল রোজারিও, স্বপন কুমার সাহা, ভিক্ষু সুনন্দপ্রিয় প্রমুখ বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত।
প্রয়াত সুধাংশু শেখর হালদার, ভদন্ত বোধিপাল মহাথের, টি রোজারিও ও সাবেক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের সংক্ষিপ্ত জীবনপঞ্জী পাঠ করেন- মনীন্দ্র কুমার নাথ, মধুমিতা বড়ুয়া, হেমন্ত আই কোড়াইয়া। কবিতা আবৃত্তি করেন পদ্মাবতী দেবী। চার্চ কমিটির গানের দল শোক সঙ্গীত পরিবেশন করে। সভা পরিচালনা করেন- প্রাণতোষ আচার্য।
বাসস/সবি/বিএনএ/২০৪১/জেহক