বাসস ক্রীড়া-১০ : পাকিস্তান সফরে নারী দলের কোচ দিপু রায় চৌধুরী

374

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-অঞ্জু জেইন
পাকিস্তান সফরে নারী দলের কোচ দিপু রায় চৌধুরী
ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ। কিন্তু দলের সাথে যাবেন না বাংলাদেশের নারীদের কোচ ভারতের সাবেক ক্রিকেটার অঞ্জু জৈইন। পাকিস্তানের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক ভালো না হওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতার শংকায় পাকিস্তান সফরে না যাবার সিদ্বান্ত নিয়েছেন জৈইন। তার ডেপুটি দেবিকা পালসিকার ও ট্রেইনার কবিতা পান্ডে পাকিস্তান সফরে না যাবার কথা জানিয়ে দিয়েছেন।
জৈইনের না যাওয়া প্রসঙ্গে বাংলাদেশ নারী দলের ম্যানেজার ও সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম বলেন, ‘এটা আমাদের হাতে নেই। এটি ডিপ্লোমেটিক বিষয়।’
জৈইন যেতে রাজি না হওয়ায় বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন পাকিস্তান সফরে নারী দলের জন্য কোচ দিপু রায় চৌধুরীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দিপুর ডেপুটি হিসেবে থাকবেন ইমদাদুল হক।
এদিকে, নারী জাতীয় দলের সাথে না গেলেও, ইমার্জিং দলের সাথে শ্রীলংকা যাবেন জৈইন ও পালসিকারা। ২০ থেকে ২৮ অক্টোবর শ্রীলংকায় নারীদের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘একই সময়ে শ্রীলংকা সফর রয়েছে। তাই পাকিস্তানের পরিবর্তে ভারতীয় কোচদের শ্রীলংকায় পাঠানোর সিদ্বান্ত নিয়েছি।’
বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে শ্রীলংকা। ঐ সফরের নিরাপত্তার দিকে চোখ রেখেছে বিসিবি। তারপরও নারী দলকে পাঠানোর আগে নিরাপত্তা নিয়ে চুলচেরা বিশ্লেষন বিসিবি করবে বলে জানান নিজামউদ্দিন, ‘আমরা সব সময় পিসিবির সঙ্গে যোগাযোগ রাখছি। শ্রীলংকা দলকে কেমন নিরাপত্তা দিচ্ছে, সেটা জানতে চেয়েছি তাদের কাছে। আইসিসিও সেখানকার পরিস্থিতি সর্বদা পর্যবেক্ষণ করছে।’
বাসস/এএমটি/১৯১০/মোজা/স্বব