বাসস দেশ-২২ : মেডিকেল ও গবেষণায় পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি করবে বিডিরেন : ইউজিসি চেয়ারম্যান

129

বাসস দেশ-২২
ইউজিসি চেয়ারম্যান-বিডিরেন
মেডিকেল ও গবেষণায় পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি করবে বিডিরেন : ইউজিসি চেয়ারম্যান
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : দেশের মেডিকেল ও গবেষণা খাতে একটি কার্যকরী একাডেমিক নেটওয়ার্কের অভাব রয়েছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) মেডিকেল ও গবেষণা পেশায় নিযুক্তদের দক্ষতা ও মানোন্নয়নে সহায়তা করবে।
বিডিরেনের মাধ্যমে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীগণ ভার্চুয়াল পদ্ধতিতে পাঠ্য ও জ্ঞান বিনিময় করতে পারবেন উল্লেখ করে তিনি আরো বলেন, বিডিরেনের মাধ্যমে টেলিমেডিসিন, অনলাইন কোর্স, প্রশিক্ষণ, সভা, সেমিনারসহ দেশের মেডিকেল ও গবেষণা খাতের উন্নয়ন সাধন করবে ।
প্রফেসর কাজী শহীদুল্লাহ আজ ইউজিসিতে দেশের বিভিন্নœ সরকারি মেডিকেল কলেজ ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিডিরেন নেটওয়ার্কের এ্যাপ্স এন্ড সার্ভিস সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরতে এ সভার আয়োজন করা হয়।
ইউজিসি সদস্য ও বিডিরেন ট্রাস্টের ভাইস চেয়ারপার্সন প্রফেসর ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌরিত স্বাগত বক্তব্য দেন।
সভায় ৬ টি মেডিকেল কলেজ ও ৬ টি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিরেন দেশের প্রায় ৬৪টি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং মেডিকেল কলেজসমূহে নিরবচ্ছিন্ন উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ সরবরাহ করেছে।
বিডিরেন ট্রাস্টের চেয়ারপার্সন প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, বর্তমানে মেডিকেল খাতে দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে।
এখাতকে এগিয়ে নিতে বিডিরেন কার্যকরীভাবে ব্যবহারে মেডিকেল পেশায় নিযুক্তদেরকে পরামর্শ প্রদান করে তিনি আরো বলেন, বিডিরেন দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় গুণগত মানোন্নয়ন ও এখাতের উন্নয়নকে বেগবান করবে।
প্রফেসর আখতার হোসেন বলেন, মেডিকেল কলেজ ও গবেষণা প্রতিষ্ঠানসমূহ বিডিরেনের ভার্চুয়াল প্রযুক্তি, ডিজিটাল লাইব্রেরির সুযোগ গ্রহণ করে তাদের মেধাকে আরো শাণিত করতে পারে। এটি বিশ্ব জ্ঞানভা-ারে সহজে প্রবেশ করতে তাদের সহায়তা করবে।
বিশ্বায়নের এ যুগে ইন্টারনেট কানেক্টিভিটির কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি আরো বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিডিরেনের কার্যক্রম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে হবে।
বাসস/সবি/এমএএস/১৮৫৫/-জেহক