বাসস দেশ-১৩ : ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার কমোডর পদে পদোন্নতি লাভ

106

বাসস দেশ-১৩
প্রধান-বর্জ্য-কর্মকর্তা
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার কমোডর পদে পদোন্নতি লাভ
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. মঞ্জুর হোসেন কমডোর পদে পদোন্নতি লাভ করেছেন।
আজ ডিএনসিসির নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলাম তাকে কমডোর র‌্যাংকের ব্যাজ পরিয়ে দেন। এ সময় মেয়র এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা কমডোর মো. মঞ্জুর হোসেনকে অভিনন্দন জানান।
ব্যাজ পরানোর সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএসএইচ/১৬৫০/কেকে