বাসস ক্রীড়া-৩ : ইউরো বাছাইপর্বে বাদ পড়লেন কোম্পানী

127

বাসস ক্রীড়া-৩
ফুটবল-কোম্পানী
ইউরো বাছাইপর্বে বাদ পড়লেন কোম্পানী
ব্রাসেলস, ২৮ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : গত সপ্তাহে বেলজিয়ান কাপে খেলতে গিয়ে থাইয়ের ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানী। কোম্পানীর ক্লাব এ্যান্ডারলেখট এই তথ্য নিশ্চিত করেছে। আর এ কারণেই বেলজিয়ামের হয়ে আগামী দুটি ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচে তিনি খেলতে পারছেন না।
আগামী ১০ অক্টোবর ব্রাসেলসে সান মারিনো ও তিনদিন পর কাজাকাস্তানের বিপক্ষে ইউরো বাছাইপর্বের দু’টি ম্যাচই মিস করতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির সাবেক এই অধিনায়ক।
জেঙ্কের বিপক্ষে গত ২৩ আগস্ট থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হবার পর থেকে কোম্পানী বিশ্রামে ছিলেন। কিন্তু বুধবার দলে ফিরেই বিয়ারশটের বিপক্ষে ঐ একই জায়গায় আঘাত পেলে মাত্র ২৫ মিনিট পর মাঠত্যাগ করেন। তবে ইনজুরির মাত্রা নিয়ে এ্যান্ডারলেখের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
এ পর্যন্ত বাছাইপর্বে ছয়টি ম্যাচেই শতভাগ জয়ী হয়ে বেলজিয়াম ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-আই’র শীর্ষে অবস্থান করছে। সান মারিনোকে হারাতে পারলেই ইউরো ২০২০’র চূড়ান্ত পর্বের টিকেট পাবে বেলজিয়াম।
বাসস/নীহা/১৬২৮/মোজা/স্বব