পদ্মার পানি বৃদ্ধিতে ১০ হাজার পরিবার পানিবন্দী

282

কুষ্টিয়া, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : পদ্মা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় জেলার দৌলতপুরে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৭ গ্রামের ১০ হাজারেরও বেশী পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
উপজেলার ৩ সহস্রাধিক পরিবারের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। আকষ্মিক বন্যায় চরাঞ্চলের প্রায় ১৫’শ হেক্টর জমির মাষকলাইসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে।
হঠাৎ বন্যার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সেই সাথে চরম দুর্ভোগে পড়েছেন বন্যাকবলিত অসহায় মানুষ। দু’টি ইউনিয়নের চরাঞ্চলের ১৪টি প্রাথমিক, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও দু’টি মাদ্রাসা ছুটি ঘোষণা করা হয়েছে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পদ্মার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। তবে দু’এক দিনের মধ্যে পানি কমতে থাকবে বলে তারা জানায়।