বাসস দেশ-২০ : চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

249

বাসস দেশ-২০
প্রধানমন্ত্রীর-জন্মদিন
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন
চট্টগ্রাম, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে চট্রগ্রামে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুরে নগরীর আন্দরকিল্লাস্থ নগর ভবন চত্বরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন দু’দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মোৎসব উদযাপন পরিষদের সভাপতি কবি অরুণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী প্রমুখ।
মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন এসময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভীষ্ট লক্ষ্যে অদম্য গতিতে এগিয়ে চলছে। মানুষের চিন্তার ভিন্নতা থাকলেও দেশ, মাটি, মানুষ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে কোনো ভিন্নতা থাকতে পারে না।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশের গর্বিত নাগরিক হওয়ার সুযোগ করে দিয়েছেন আমাদের। আমরা একসময় গরিব দেশ ছিলাম। অচিরেই আমরা উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হবো।
বাসস/জিই/এমএআর/২০০০/এইচএন