বাসস ক্রীড়া-১৪ : ইংল্যান্ড কোচের দৌঁড়ে এগিয়ে আছেন কার্স্টেন

124

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-ইংল্যান্ড
ইংল্যান্ড কোচের দৌঁড়ে এগিয়ে আছেন কার্স্টেন
লন্ডন, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের নতুন কোচ হওয়ার দৌঁড়ে দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন এগিয়ে আছেন। তেমনটা হলে তিন ফর্মেটেই ইংলিশদের কোচ হবেন কার্স্টেন।
স্থানীয় টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে-দলের নতুন কোচ বেছে নিতে চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারেন ইংল্যান্ড ক্রিকেট ডিরেক্টর এ্যাশলে গাইলস এবং এ পর্যন্ত পছন্দের তালিকায় শীর্ষে আছেন কার্স্টেন।
অস্ট্রেলিয়ার বিপেক্ষ এ্যাশেজ সিরিজের পর দায়িত্ব ছেড়ে দেবেন বলে বিশ্বকাপ চলাকালেই তৎকালীন হেড কোচ ট্রেভর বেলিস।
প্রকাশিত রিপোর্টে আরো বলা হয়, কার্স্টেন ওয়ানডে দলের কোচের দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন। তবে এখন জানা গেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তিন ফর্মেটেই তাকে প্রধান কোচের দায়িত্ব দেয়ার চেষ্টা করছে।
কার্স্টেনের অধীনেই ২০১১ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় ক্রিকেট দল। এ ছাড়া তার অধীনেই টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানে উঠেছিল দক্ষিণ আফ্রিকা।
২০১৩ সাল থেকেই ইন্ডিয়ার প্রিমিয়ার লীগ (আইপিএল) এবং অন্যান্য টুর্নামেন্টে বিভিন্ন দলের কোচের দায়িত্ব পালন করে আসছেন কার্স্টেন।
বাসস/১৮৪৫/স্বব