আবারো সিএবি‘র সভাপতি হলেন গাঙ্গুলী

167

কলকাতা, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : আবারো দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
বিনা প্রতিন্দ্বন্দিতায় সিএবি’র নির্বাচনে জয়ী হওয়া গাঙ্গুলীর নেতৃত্বাধীন প্যানেল ২০২০ সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবে। তারপরও বোর্ডের সংবিধান মেনে ‘কুলিং অফ পিরিয়ড’ শুরু হবে গাঙ্গুলীর প্যানেলের।
আগামী শনিবার সিএবি’র ৮৫তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। ঐদিন থেকে সিএবি’র নতুনভাবে দায়িত্ব শুরু করবেন নির্বাচনে জয়ী গাঙ্গুলীর প্যানেলের সদস্যরা। তার প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নরেশ ওঝা, সচিব- অভিষেক ডালমিয়া (ডালমিয়ার ছেলে), যুগ্ম সচিব- দেব্রবত দাস, কোষাধ্যক্ষ- দেবাশিষ গাঙ্গুলী।
এই নিয়ে দ্বিতীয়বার সিএবি‘র সভাপতি হলেন গাঙ্গুলী। জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালে প্রথমবার সিএবি-র প্রেসিডেন্ট হন সৌরভ। তার আগে ২০১৪ সাল থেকে সিএবি-র যুগ্ম সচিব ছিলেন তিনি। যুগ্ম সচিব হওয়ার আগে সিএবি-র ওয়ার্কিং কমিটির সদস্যও ছিলেন তিনি।