বাসস ক্রীড়া-১০ : বর্ণবাদী আচরণের দায়ে আজীবন নিষিদ্ধ রোমা সমর্থক

119

বাসস ক্রীড়া-১০
বর্ণবাদী-সমর্থক-নিষিদ্ধ
বর্ণবাদী আচরণের দায়ে আজীবন নিষিদ্ধ রোমা সমর্থক
রোম, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস/এএফপি) : বর্ণবাদী আচরণের মাধ্যমে ব্রাজিলীয় ফুল ব্যাক হুয়ান জেসুসকে উত্যক্ত করার অভিযোগে এএস রোমার একজন সমর্থককে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ক্লাবটি। সেই সঙ্গে পুলিশকেও বিষয়টি জানিয়ে দিয়েছে ইতালীর শীর্ষস্থানীয় ক্লাবটি।
অফিসিয়াল টুইটার একাউন্টের মাধ্যমে ক্লাবটি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খেলোয়াড়কে বর্ণবাদী ও বাজে মন্তব্যের মাধ্যমে অপদস্ত করায় ওই সমর্থকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে। দায়ী ওই ব্যক্তিকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলেও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
বর্ণবাদী আচরণ ইতালীয় ফুটবলে নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বেশীরভাগ সময়েই সেখানে আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়রা এমন আচরণের শিকার হচ্ছে। এই ধরনের বর্ণবাদী আচরণের কারণে গত রোববার আটলান্টা ও ফিওরেন্টিনার মধ্যকার ম্যাচটি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। এই মৌসুমেই বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ইন্টার মিলানের বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু ও এসি মিলানের আইভরিয়ান তারকা ফ্রাঙ্ক কেসি।
বাসস/এএফপি/এমএইচসি/১৮০০/-স্বব