সিপিএলে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন ডুমিনি

219

বার্বাডোজ, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন বার্বাডোজ ট্রাইডেন্টসের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় জেপি ডুমিনি। গতরাতে টুর্নামেন্টের ২৩তম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইর্ডাসের বিপক্ষে মাত ১৫ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। তার রেকর্ডের ম্যাচে ৬৩ রানের বড় জয় পায় বার্বাডোজ। বার্বাডোজের হয়ে খেলতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।
হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়া ইনিংসে ২০ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডুমিনি। ইনিংসে ৪টি চার ও ৭টি ছক্কা মারেন তিনি। ডুমিনির সাথে হাফ-সেঞ্চুরি করেছেন জনসন চার্লস ও জনাথন কার্টার। চার্লস ৩৯ বলে ৫৮ ও কার্টার ৪৬ বলে ৫১ রান করেন। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ১৯২ রানের বড় সংগ্রহ পায় বার্বাডোজ।
১৯৩ রানের জয়ের লক্ষ্যে ১৪ বল বাকী রেখে ১২৯ রানেই গুটিয়ে যায় ত্রিনবাগো নাইট রাইর্ডাস। ত্রিনবাগের বড় ক্ষতি করেন আমেরিকার লেগ স্পিনার হেইডেন ওয়ালশ। ৪ ওভারে ১৯ রানে ৫ উইকেট নেন ওয়ালশ।