বাসস দেশ-২৫ : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পোস্টার বাছাইয়ে সভা

297

বাসস দেশ-২৫
বঙ্গবন্ধু-জন্মশতবার্ষিকী-সভা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পোস্টার বাছাইয়ে সভা
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র কার্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘পোস্টার বাছাই কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ চিত্রশিল্পী রফিকুন নবী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সারাদেশের তিন শতাধিক প্রতিযোগী। পোস্টার ডিজাইন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ আগস্ট।
বঙ্গবন্ধুর বিশাল হৃদয়ে বাংলাদেশ আর দেশের মানুষ ঠাঁই নিয়েছে পরম মমতায়। কোথাও তিনি দ্রোহী, স্বাধীনতার ঘোষণায় উজ্জ্বীবিত তাঁর তর্জনী। এভাবে জন্মশতবার্ষিকীর পোস্টারে বঙ্গবন্ধু উঠে এসেছেন নানান মাত্রায়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মুহাম্মদ আমিনুল ইসলাম, সব্যসাচী হাজরা, ফারজানা আহমেদ, মহিবুর রহমান এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনসহ জাতীয় বাস্তবায়ন কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন ।
বাসস/তবি/এসএস/১৮৩৫/মমআ/-এইচএন