শিশু শ্রম নির্মূলে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহবান ডেপুটি স্পিকারের

240

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ,২০১৯ (বাসস) : ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া শিশুশ্রম নির্মূলের সাথে জড়িত সরকারি ও বেসরকারি সংস্থা এবং কর্মকর্তাদের এক যোগে কাজ করার আহবান জানিয়েছেন ।
তিনি আজ রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইএলও কনভেনশন ১৮২ এর বাস্তবায়নঃ সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক জাতীয় পর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। টেরে ডেস হোমস নেদারল্যান্ডস এবং গ্লোবাল মার্চ এগেইনস্ট চাইল্ড লেবারের সহায়তায় বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এ সেমিনারের আয়োজন করে।
ডেপুটি ¯িপকার সোশ্যাল সেফটি নেট প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ভাতা সুবিধা ভোগ করছে। ফলে বর্তমানে আগের তুলনায় গ্রামাঞ্চলে শিশুশ্রম অনেক কমে গেছে। এমনকি শহরাঞ্চলেও এখন গৃহ শিশু শ্রমিক এখন অনেকাংশে কম দেখা যায়।
তিনি বলেন, সরকার এনজিওদের মতামতকে গুরুত্ব দিচ্ছে এবং সেই মোতাবেক শিশুশ্রম নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। তবে সবার বুঝতে হবে একবারেই শিশু শ্রম নিরসন সম্ভব না। ধাপে ধাপে এগুতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। শিশুশ্রমের কর্মক্ষেত্রে চিহ্নিত করে তা নির্মূলের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারপার্সন সামছুল হক টুকু,এমপি, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তুমু পৌতিয়ানিন, টেরে ডেস হোমস নেদারল্যান্ডসের কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবির।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থপন করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক একেএম মাসুদ আলী । এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন মাহবুবুল হক।
আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তুমু পৌতিয়ানিন বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুবই উন্নতি লাভ করছে। তবে এর মধ্যে অনেক কর্মক্ষেত্রে আছে যেখানে মানুষের কাজের সুযোগ কমে যাচ্ছে এবং সেখানেই শিশুশ্রমের ব্যবহার সবচেয়ে বেশি। তাই বাংলাদেশকে আরও বেশি কারগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।