বাসস বিদেশ-৪ : শাদে সোনার খনি বিস্ফোরণে বেশকিছু লোকের প্রাণহানির আশংকা

117

বাসস বিদেশ-৪
শাদ-দুর্ঘটনা
শাদে সোনার খনি বিস্ফোরণে বেশকিছু লোকের প্রাণহানির আশংকা
এন জামিনা, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): শাদে একটি অবৈধ সোনার খনি ধসে বেশ কিছু লোকের প্রাণহানি ঘটেছে মর্মে আশংকা করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে খনি দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।
প্রতিরক্ষা মন্ত্রী মাহামাত আবালি সালাহ বলেন, লিবীয় সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এতে নিশ্চিত অনেক লোকের প্রাণহনি ঘটেছে।
তিনি আরো বলেন, খনি ধসে পড়েছে। তবে ঠিক কতজন নিহত হয়েছে তা আমি বলতে পারবো না। খনিতে অনেক লোক কাজ করতো। সুতরাং নিশ্চিত বহু হতাহত হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে একজন সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রায় ৩০ জন নিহত হয়েছে।
বাসস/জুনা/১৬১৫/জেহক