নড়াইলে আইনগত সহয়তা বিষয়ক মতবিনিময়

344

নড়াইল, ২৬ সেপ্টম্বর, ২০১৯ (বাসস) : জেলায় মানবাধিকার সুরক্ষা ও আইন সহায়তা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে জেলা জজ-এর সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী খোন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী নড়াইল জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ।
এসময় আরো বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল আজাদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মোরসেদুল আলম, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্শেদা, সিনিয়র সহকারী জজ তাকিয়া সুলতানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সৈয়দ মোহম্মদ আলী প্রমুখ।
সভায় জানানো হয়, নড়াইল জেলায় ২০০৫ সাল থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত দারিদ্র, অসহায় এবং নির্যাতিত ৩ হাজার ৫৫জনকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। সভায় বক্তারা নড়াইলে গরীব ও অসহায় মানুষ যেন আইনগত সহায়তা পায় এ জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান ।