বাসস ক্রীড়া-২০ : ভারতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

262

বাসস ক্রীড়া-২০
ক্রিকেট-ভারত-অনূর্ধ্ব-২৩
ভারতের কাছে সিরিজ হারল বাংলাদেশ
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : এক ম্যাচ বাকী থাকতেই ভারতের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে গেছে সফরকারী বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ক্রিকেট দল। আজ লক্ষেèৗর একানা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিকদের কাছে চার উইকেটে পরাজিত হয়েছে যুব টাইগাররা।
অধিনায়ক প্রিয়াম গার্গ অপরাজিত ১১১ রান সংগ্রহের মাধ্যমে দলীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই জয়ের ফলে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ভারত।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ৬ উইকেটে ২০১ রানেই আটকে দেয় স্বাগতিক দল। জবাবে ৬ উইকেট হারিয়ে ৪২.২ ওভারে ২০২ রান সংগ্রহের মাধ্যমে জয় নিশ্চিত করে ভারত।
বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫১ রান সংগ্রহ করেছেন মহিদুল ইসলাম অংকন। আরিফুল হক করেন ৪৪ রান। এছাড়া আল আমিন ৪০ ও রবিউল হক অপরাজিত ২৯ রান করেন। অবশ্য মাত্র ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশকে উদ্ধার করেছেন অংকন। কিন্তু তার করা সর্বমোট ওই রান ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না।
ভারতীয় দলের হয়ে দুটি করে উইকেট শিকার করেন আর্শদ্বীপ সিং ও এ শেথ। অবশ্য শুরুতে ৫৬ রানে তিন উইকেট হারিয়ে ভারতও বিপর্যয়ের মুখে পড়েছিল। কিন্তু অধিনায়ক গার্গ সামনে থেকেই পরিস্থিতি সামাল দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। ১১৮ বলে ১১১ রান সংগ্রহ করেন তিনি। স্বাগতিক দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান সংগ্রহ করেছেন শুভং হেজদে।
বাসস/এমএইচসি/২০৫০/স্বব