বাসস দেশ-২৪ : ‘রোহিঙ্গা শরণার্থী-বহুমাত্রিক সংকটে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার কাল

112

বাসস দেশ-২৪
আওয়ামী লীগ-সেমিনার
‘রোহিঙ্গা শরণার্থী-বহুমাত্রিক সংকটে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার কাল
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ( বাসস ) : আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ‘রোহিঙ্গা শরণার্থী-বহুমাত্রিক সংকটে বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার আগামীকাল অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ^বিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ১১টায় অনুষ্ঠিতব্য এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান পরিবেশবিদ অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান, ঢাকা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমাদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, ঢাকা বিশ^বিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক সাংবাদিক জাফর ওয়াজেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন স্থপতি ইকবাল হাবিব।
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সংশ্লিষ্ট সবাইকে সেমিনারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
বাসস/সবি/কেসি/১৮৩৮/এএএ