বগুড়ার সোনাতলায় সড়ক পাকাকরণের কাজ শুরু

192

বগুড়া, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলার সোনাতলা উপজেলায় চরপাড়া-সোনাকানিয়া সড়ক পাকাকরণের কাজ আজ শুরু হয়েছে।
আড়াই কিলোমিটার দীর্ঘ এই সড়কটি পাকাকরণে ব্যয় হচ্ছে প্রায় দেড়কোটি টাকা।
আজ বুধবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসাবে সড়ক পাকাকরণের কাজ উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।
এসময় সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলম, সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান, সোনাতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, তেকানীচুকাইনগর ইউপি চেয়ারম্যান শামছুল হক মাষ্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আব্দুল মান্নান এমপি বলেন, চরপাড়া-সোনাকানিয়া সড়কটি পাকাকরণ সম্পন্ন হলে প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হবে। পর্যায়ক্রমে সোনাতলা উপজেলার সকল রাস্তার পাকাকরণ সম্পন্ন হবে বলে তিনি উল্লেখ করেন।
পরে আব্দুল মান্নান এমপি সোনাতলা উপজেলা মিলনায়তনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পূর্নবাসনের লক্ষ্যে ঢেউটিন ও চেক বিতরণ করেন।