বাসস ক্রীড়া-৬ : যৌথভাবে সর্বোচ্চ উইকেট মুজিব-সাইফউদ্দিনের

113

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-বোলিং
যৌথভাবে সর্বোচ্চ উইকেট মুজিব-সাইফউদ্দিনের
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : বৃষ্টির কারণে গতকাল পরিত্যক্ত হয় বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল। তাই ব্যাট-বল হাতে পারফরমেন্সের ঝলক দেখাতে পারেননি খেলোয়াড়রা। যে কারণে লিগ পর্ব পর্যন্তই ত্রিদেশীয় সিরিজের পারফর্মারদের পারফরমেন্স বিবেচনা করা হবে।
ত্রিদেশীয় সিরিজে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী আফগানিস্তানের মুজিব উর রহমান ও বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিন। দু’জনই ৭টি করে উইকেট শিকার করেছেন। শীর্ষ পাঁেচ বাংলাদেশের সাইফউদ্দিন ছাড়া আর কেউই নেই। সাইফউদ্দিনের পর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম-সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমান।
ত্রিদেশীয় টি-২০ সিরিজের শীর্ষ পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ ওভার রান উইকেট
মুজিব উর রহমান (আফগানিস্তান) ৪ ১৫.০ ৯১ ৭
মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ) ৪ ১৬.০ ৯৬ ৭
ক্রিস এমপফু (জিম্বাবুয়ে) ২ ৮.০ ৭২ ৬
রশিদ খান (আফগানিস্তান) ৪ ১৫.০ ১০৮ ৬
কাইল জার্ভিস (জিম্বাবুয়ে) ৪ ১৫.০ ১৪৩ ৬
বাসস/এএসজি/এএমটি/১৬১০/স্বব