বাসস ক্রীড়া-৫ : সর্বোচ্চ রান মাসাকাদজা-গুরবাজের

116

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-ব্যাটিং
সর্বোচ্চ রান মাসাকাদজা-গুরবাজের
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : বৃষ্টির কারণে গতকাল পরিত্যক্ত হয় ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল। ফলে ফাইনালে ব্যাট-বল হাতে লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ-আফগানিস্তান। তাই লিগ পর্বে ব্যাট-বল হাতে যা পারফরমেন্স করেছে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের খেলোয়াড়রা, সেটিই রেকর্ড বইয়ে লিপিবদ্ধ হলো।
ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে যৌথভাবে সর্বোচ্চ রান করলেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও আফগানিস্তানের রহমনউল্লাহ গুরবাজ। দু’জনই চার ইনিংসে ১৩৩ রান করে করেছেন। তবে সিরিজ সেরা হয়েছেন গুরবাজ। ১৩০ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী।
শীর্ষ তিন-এ বাংলাদেশের কেউ না থাকলেও, চতুর্থ-পঞ্চমস্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও অধিনায়ক সাকিব আল হাসান। ৪ ইনিংসে মাহমুদুল্লাহ ১২৬ ও সাকিব ৯৬ রান করেন। শীর্ষ পাঁচ-এ থাকা সব ব্যাটসম্যানই একটি করে হাফ-সেঞ্চুরি করেছেন।
ত্রিদেশীয় টি-২০ সিরিজের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান
হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে) ৪ ৪ ১৩৩
রহমনউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) ৪ ৪ ১৩৩
মোহাম্মদ নবী (আফগানিস্তান) ৪ ৪ ১৩০
মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ৪ ৪ ১২৬
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৪ ৪ ৯৬
বাসস/এএসজি/এএমটি/১৬১০/স্বব