বাসস ক্রীড়া-৪ : অধিনায়কত্বের দায়িত্ব পালনে প্রস্তুত মাহমুদুল্লাহ

110

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-ত্রিদেশীয় সিরিজ
অধিনায়কত্বের দায়িত্ব পালনে প্রস্তুত মাহমুদুল্লাহ
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : বাংলাদেশ টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব করার জন্য প্রস্তুত বলে জানালেন দলের মিডল-অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। বৃষ্টির কারণে গতকাল পরিত্যক্ত হয়ে যাওয়া ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সম্প্রতি সংবাদ মাধ্যমে সাকিব আল হাসান জানিয়েছিলেন, অধিনায়কত্ব করার ইচ্ছা নেই তার। এতে তার পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ে।
২০১৭ সালে টি-২০ ফরম্যাটের অধিনায়কের পদ থেকে মুশফিকুর রহিমকে সরিয়ে দেয়া হয়। এ ব্যাপারে সম্প্রতি কথা বলেছেন মুশফিক। অধিনায়কত্ব করার কোন ইচ্ছা নেই মুশিরও। তাহ’লে সিনিয়রদের মধ্যে অধিনায়কত্ব পালন করার দৌঁড়ে আছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ। তামিম এ বিষয়ে কিছু না বললেও, গতকাল মাহমুদুল্লাহ মুখ খুলেছেন।
মাহমুদুল্লাহ বলেন, ‘আসলে, অধিনায়কত্ব একটা বড় দায়িত্ব এবং সম্মানের। কারও মন্তব্য নিয়ে কিছু বলার নেই। তবে ভবিষ্যতে যদি এ ধরনের দায়িত্ব বা চ্যালেঞ্জ আসে আমার সামনে, তবে কেন নয়?’
সাকিবের আঙ্গুলের ইনজুরির কারনে গত বছর জানুয়ারিতে দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ, কলম্বোয় নিদাহাস ট্রফির প্রথম তিন ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদুল্লাহ। এছাড়া গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
টি-২০ সিরিজের ফাইনালে উঠলেও বাংলাদেশের পারফরমেন্স আহামরি কিছুই ছিলো না। তাই মাহমুদুল্লাহ মনে করেন, বাংলাদেশের আরও ভালো পারফর্ম করা সামর্থ্য রয়েছে। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের দল এর চেয়ে আরও বেশি কিছু দেয়ার সামর্থ্য রাখে। টেস্টে হারার পর আমাদের মধ্যে কথা হয়েছে, যেভাবেই হোক ঘুড়ে দাঁড়াতে হবে। টি-২০তে আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচ হারের পর আমরা আত্মবিশ্বাস হারাই। তারপরও সবার ভেতরে আগ্রহ ছিলো, ভালো পারফরমেন্স করার।’
সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানের কাছে হারলেও, তাদের কাছ থেকে কিছুই শেখার নেই বলে জানান মাহমুদুল্লাহ। আফগানরা ভালো খেলেছে বলেই টেস্ট জিতেছে বলে ভাষ্য মাহমুদুল্লাহ’র, ‘আমার মনে হয় না আফগানিস্তানের কাছ থেকে আমাদের আহামরি কিছু শেখার আছে। আমাদের ভুলের পরিমাণটা বেশি ছিল, তাই ভালো ফলাফল করতে পারিনি। তারা ভালো ক্রিকেট খেলেছে, তাই তাদের ক্রেডিট দিতেই হবে।’
ত্রিদেশীয় সিরিজে করা ভুগুলো দ্রুতই শুধরে নেয়া কথা জানালেন মাহমুদুল্লাহ। ভারত সফরের আগে নিজেদের পারফরমেন্সেও আরও উন্নতি চান তিনি, ‘বাংলাদেশের উন্নতির অনেক জায়গা রয়েছে, সেগুলো নিয়ে বাড়তি অনুশীলন করতে হবে আমাদের। উন্নতি না হলে আসন্ন ভারত সফরে ভালো পারফর্ম করা কঠিন হয়ে যাবে।’
বাসস/এএসজি/এএমটি/১৬০৫/স্বব