বাসস দেশ-৫ : ২৭ সেপ্টেম্বর শহীদ ময়েজউদ্দিনের ৩৫তম শাহাদাৎবার্ষিকী

134

বাসস দেশ-৫
ময়েজউদ্দিন-শাহাদাৎ-বার্ষিকী
২৭ সেপ্টেম্বর শহীদ ময়েজউদ্দিনের ৩৫তম শাহাদাৎবার্ষিকী
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ বিশিষ্ট রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক ময়েজউদ্দিনের ৩৫তম শাহাদাৎবার্ষিকী আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার।
১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারাদেশে ২২ দল আহুত হরতালের মিছিলে নেতৃত্ব দেয়ার সময় তৎকালীন সরকারের লেলিয়ে দেয়া কতিপয় সন্ত্রাসী তার ওপর হামলা চালালে ঘটনাস্থালেই তিনি শাহাদৎ বরণ করেন।
তার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় বনানী কবরস্থানে শহীদ ময়েজউদ্দিনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ১১টায় কালীগঞ্জ সদরে আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল, দুপুর ১২টায় উপজেলা পরিষদের ময়েজউদ্দিন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, বিকেল ৪টায় কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন মেহের আফরোজ চুমকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিল ও দরিদ্র ভোজ, এছাড়া কালীগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল ও দরিদ্র ভোজ অনুষ্ঠিত হবে। ২৯ সেপ্টেম্বর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩ টায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
বাসস/সবি/এমএসএইচ/১৫২০/এমএবি