ট্রাম্পকে অভিশংসনের আনুষ্ঠানিক তদন্ত শুরু ডেমোক্র্যাটদের

206

ওয়াশিংটন, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : মার্কিন শীর্ষ ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের ব্যাপারে মঙ্গলবার আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের ক্ষতি করতে বিদেশি শক্তির সহায়তা চেয়ে তার পদের শপথ ভঙ্গ করেছেন। খবর এএফপি’র।
হোয়াইট হাউস ও কংগ্রেসের নিয়ন্ত্রণ নেয়ার জন্য নতুন নির্বাচনের মাত্র ১৪ মাস আগে মার্কিন রাজনীতির বিপদপূর্ণ নতুন অধ্যায়ের ক্ষেত্রে এ পদক্ষেপ একটি বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টকে অভিশংসনের জটিল প্রক্রিয়ার ক্ষেত্রে এটি মাত্র প্রথম পদক্ষেপ। এ ধরনের পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্টের পদ থেকে ট্রাম্পকে সরানোর সম্ভাবনা খুবই কম।
জাতিসংঘ সাধারণ সভায় ভাষণ দেয়ার পর এ খবরে নিউইয়র্কে ট্রাম্প টাওয়ার থেকে প্রেসিডেন্ট এ তদন্ত শুরুর কঠোর নিন্দা জানান। এ ধরনের তদন্ত ২০২০ সালের নির্বাচনে তার ফের বিজয়ের সুযোগ করে দেবে বলেও তিনি দাবি করেন।