বাজিস-৩ : নীলফামারীতে দুর্গাপূজার প্রস্তুতি চলছে ৮৮০ মন্ডপে

315

বাজিস-৩
নীলফামারী-দুর্গাপূজা
নীলফামারীতে দূর্গাপূজার প্রস্তুতি চলছে ৮৮০ মন্ডপে
নীলফামারী, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের দুূর্গাপূজার প্রস্তুতি চলছে ৮৮০ মন্পেড। চলছে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরীর পাশাপাশি তোরণ নির্মাণ ও আলোক সজ্জার কাজ। পূজা আসন্ন হওয়ায় এসব কাজের সঙ্গে জড়িত কারিগরদের কাটছে ব্যস্ত সময়।
জেলায় গত বছর দুূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল ৮৩৬টি মন্ডপে। এবারে ৪৪টি বৃদ্ধি পেয়ে সে সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০। ওই ৮৮০ মধ্যে রয়েছে জেলা সদরে ২৭৯, ডিমলায় ৭৬, ডোমারে ৯৪, জলঢাকায় ১৭২, কিশোরগঞ্জে ১৬০, সৈয়দপুরে ৯৯ ম-প।
আজ বুধবার সকালে জেলা সদরের দেবির ডাঙ্গা, মিলন পল্লী, বড়বাজার, হাড়োয়া, কালিতলা ও শিব মন্দির পূজামণ্ড ঘুরে দেখা গেছে শেষ মুহুর্তেও ব্যস্ততা। বেশিরভাগ মন্ডপে প্রতিমা তৈরীর পর চলছে রং লাগানোর কাজ। এর পাশাপাশি চলছে মন্ড সাজানো, আলোক সজ্জা ও তোরণ নির্মাণের কাজ।
জেলা শহরের মিলন পল্লী দুূর্গা মন্ডপের পুরোহিত মিন্টু কুমার ভট্টাচার্য বলেন, প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের দিকে। এখন চলছে প্রতিমার সৌন্দর্য বৃদ্ধি ও রং লাগানোর কাজ।
শহরের অদূরে অবস্থিত দেবির ডাঙ্গা মন্দিরের সভাপতি ধৌলু চন্দ্র রায় বলেন, এবারে জাকজমক ভাবে উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সে লক্ষ্যে প্রস্তুতিও প্রায় শেষের পথে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় বলেন, জেলায় ৮৮০টি মন্ডপে পূজা উদযপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা রাখি সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ উৎসব পালিত হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএ হায়াত বলেন, পূজা ম-পের সহযোগিতায় সরকারের পক্ষ থেকে জিআর চাল বরাদ্দ দেওয়ার প্রস্তুতি চলছে। দ্রুত সেটি বাস্তবায়নের কাজ চলছে।
এদিকে পূজা উপলক্ষে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
বাসস/সংবাদদাতা/১৩-২২/নূসী