বাসস দেশ-৩৪ : আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের প্রতি ১৪ দলের পূর্ণ সমর্থন

238

বাসস দেশ-৩৪
১৪ দল- অভিযান
আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের প্রতি ১৪ দলের পূর্ণ সমর্থন
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ক্যাসিনোসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ১৪ দলের এক অআনুষ্ঠানিক বৈঠকে এ সমর্থন জানানো হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি। মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জš§শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গৃহীত ‘মুজিব বর্ষ ২০২০-২০২১’ ১৪ দলের উদ্যোগে কিভাবে পালন করা হবে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্যাসিনোসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যে অভিযান চলছে, তাতে ১৪ দল সন্তোষ প্রকাশ করেছে। এ অভিযান অব্যাহত রেখে সব পর্যায়ের দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ১৪ দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোন সিদ্ধান্তে ১৪ দল পাশে থাকবে বলে জানান মোহাম্মদ নাসিম ।
বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদ কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/ সবি/বিএনএ/কেসি/২০৪০/অমি