বাসস ক্রীড়া-৯ : বৃষ্টির কারণে টস হতে দেরি হচ্ছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের

122

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-ত্রিদেশীয় সিরিজ
বৃষ্টির কারণে টস হতে দেরি হচ্ছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের
ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : বৃষ্টির কারণে চলমান ত্রিদেশীয় টি-২০ সিরিজে বাংলাদেশ-আগানিস্তানের মধ্যকার ফাইনালের টস হতে দেরী হচ্ছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় টস-এর সময় নির্ধারন ছিলো। আর সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচ শুরুর নির্ধারন সময়। কিন্তু বিকেল থেকেই চলছে বৃষ্টি। ফলে কভার দিয়ে ঢেকে রাখা হয় মিরপুরের উইকেট। তাই টস ও ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে।
লিগ পর্বে ৪ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেরা হয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয় আফগানিস্তান। তবে ৪ খেলায় মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকায় ফাইনালে উঠতে ব্যর্থ হয় টুর্নামেন্টের আরেক দল জিম্বাবুয়ে।
বাসস/এএসজি/এএমটি/১৮২৫/মোজা/স্বব