স্কুল হ্যান্ডবলের ফাইনাল আজ

368

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : পোলার আইসক্রীম ২৬তম স্কুল হ্যান্ডবল(বালক-বালিকা) টুর্নামেন্টের ফাইনাল আজ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালক ও বালিকা উভয় বিভাগেই ফাইনালে উঠেছে সানিডেল স্কুল।
বিকেল ৩টা ১৫ মিনিটে বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হবে সানিডেল বনাম রেসিডেন্সিয়াল মডল স্কুল এন্ড কলেজ। এর আগে দুপুর ১টায় বালিকা বিভাগের ফাইনালে ভিকারুন নিসা স্কুল এন্ড কলেজের মোকাবোলা করবে সানিডেল।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান সুলতান আহমেদ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ বরবেন।
ঢাকা আইস ক্রীম ইন্ডস্ট্রিজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আজ বালিকা বিভাগে দিনের প্রথম সেমিফাইনালে সানিডেল ১৩-১ গোলে কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড করেজকে পরাজিত করে ফাইনালে ওঠে। বিজয়ী দল প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে ছিল।
দ্বিতীয় সেমিতে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ ৯-৪ গোলে স্কলাসটিকা (উত্তরা)-কে পরাজিত করে ফাইনালে নাম লেখায়। বিজয়ী দল প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে ছিল।
বালক বিভাগে প্রথম সেমিফাইনালে সানিডেল ৩২-১৫ গোলে সেন্ট গ্রেগরীকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-৮ গোলে এগিয়ে ছিল।
দ্বিতীয় সেমিতে রেসডিন্সেয়িাল মডলে স্কুল এন্ড কলেজ ১৮-১৫ গোলে শহীদ পুলিশ স্মৃতি কলেজকে পরাজিত করে ফাইনালে ওঠে। বিজয়ী দল প্রথমার্ধে ০৯-০৭ গোলে এগিয়ে ছিল।