নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল : প্রতিমন্ত্রী ইন্দিরা

149

মুন্সীগঞ্জ, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীদের কর্মবিকাশ এখন ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। যা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আজ দুপুরে মুন্সীগঞ্জ মহিলা বিষয়ক অধিদফতরের কার্যলায় পরিদর্শন ও নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি মহিলা বিষয়ক অধিদফতরের সেলাই প্রশিক্ষণ, বিউটিফিকেশন, মাশরুম চাষ, ব্লক বাটিক, স্যানেটারী ন্যাপকিন তৈরি ক্লাস ঘুরে দেখেন। প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন। সুবিধা-অসুবিধা জানেন। তাদের স্বাবলম্বী হয়ে গড়ে ওঠার অনুপ্রেরণা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সংরক্ষিত মহিলা এমপি নার্গিস রহমান, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক বদরুন নেছা, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।