মেসি রোনাল্ডোকে ভোট দিলেও রোনাল্ডো মেসিকে দেননি

191

মিলান, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে তার তালিকায় দ্বিতীয় স্থান দিলেও পর্তুগীজ তারকা তার চির প্রতিদ্বন্দ্বীকে কোন ভোট দেননি।
২০১৬ সালে নতুনভাবে ফিফা বর্ষসেরা পুরস্কার প্রবর্তিত হবার পর এই প্রথম মেসি তা অর্জন করলেন। এই তালিকায় তিনি পিছনে ফেলেছেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডিক ও রোনাল্ডোকে।
ভোট প্রদানের ক্ষেত্রে রোনাল্ডো ও পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস বিস্ময়কর ভাবে তাদের তালিকা থেকে মেসিকে বাদ দিয়েছেন। রোনাল্ডো ভোট দিয়েছেন মাথিয়াস ডি লিট, ফ্রেংকি ডি জং ও কিলিয়ান এমবাপ্পেকে। অন্যদিকে সান্তোস ডি লিট ও ডি জংয়ের সাথে তার জাতীয় দলের অধিনায়ক রোনাল্ডোকে তালিকায় রেখেছেন। এদিকে মেসি লিভারপুল তারকা সাদিও মানে ও ডি জংয়ের মাঝে দ্বিতীয় স্থানে রেখেছেন রোনাল্ডোকে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মেসি, এমবাপ্পে ও মানেকে ভোট দিয়েছেন। ফন ডিক তার সতীর্থ মোহাম্মদ সালাহ ও সাদিও মানের আগে মেসিকে ভোট দিয়েছেন।
কে কাকে ভোট দিলেন :
লিওনেল মেসি : সাদিও মানে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ফ্রেংকি ডি জং
ভার্জিল ফন ডিক : লিওনেল মেসি, মোহাম্মদ সালাহ, সাদিও মানে
ক্রিস্টিয়ানো রোনাল্ডো : মাথিয়াস ডি লিট, ফ্রেংকি ডি জং, কিলিয়ান এমবাপ্পে
ফার্নান্দো সান্তোস : ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ফ্রেংকি ডি জং, মাথিয়াস ডি লিট
লিওনেল স্কালোনি : লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, সাদিও মানে।