বাসস বিদেশ-৩ : ইরানের জলসীমা ছেড়েছে আটক ব্রিটিশ ট্যাংকার

110

বাসস বিদেশ-৩
ইরান-ব্রিটেন
ইরানের জলসীমা ছেড়েছে আটক ব্রিটিশ ট্যাংকার
তেহরান, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : ইরানের বন্দর আব্বাসে দুই মাসেরও বেশি সময় আটক থাকা ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকারটি ছেড়ে দেয়া হয়েছে।
বিশেষায়িত একটি শিপিং ওয়েবসাইটের খবরে মঙ্গলবার এ কথা বলা হয়।
সরকারি মুখপাত্র আলী রাবিই সোমবার বলেছিলেন, আইনী প্রক্রিয়া সব শেষ। সুইডিশ মালিকানাধীন জাহাজটি ছেড়ে দেয়া হয়েছে।
আন্তর্জাতিক আইন লংঘনের অভিযোগে গত ১৯ জুলাই হরমুজ প্রণালী থেকে ইরানের ইসলামিক রিভ্যুলিশনারী গার্ড সুইডিশ মালিকানাধীন স্টিনা ইম্পারো জাহাজটিকে আটক করে বন্দরআব্বাসে নিয়ে যায়।
সে সময়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছিল, জাহাজটির সঙ্গে মাছধরা নৌকার সংঘর্ষ হয়েছিল। এরপর জাহাজটিকে থামতে বলা হলেও তা থামেনি।
ইরানের ব্রিটিশ এই জাহাজ আটককে পাল্টা প্রতিশোধ হিসেবে দেখা হচেছ। কারণ, এর আগে সিরিয়ায় তেল সরবরাহ করছে এই সন্দেহে জিব্রাল্টার থেকে ব্রিটেন ইরানের একটি জাহাজ আটক করেছিল। শেষ পর্যন্ত জিব্রাল্টার আদালত ইরানের তেলবাহী জাহাজটিকে ছেড়ে দেয়ার নির্দেশ দেয়।
তবে, ইরান পাল্টা প্রতিশোধের এই অভিযোগ অস্বীকার করে।
বাসস/জুনা/১৬৫০/আরজি