বাসস ক্রীড়া-১২ : নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

520

বাসস ক্রীড়া-১২
ফুটবল-বঙ্গবন্ধু
নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নীলফামারী, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭, জেলা পর্যায়ের) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্টিত বালক বিভাগে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে নীলফামারী পৌরসভা একাদশ ৩-১ গোলে কিশোরগঞ্জ উপজেলা ফুটবল দলকে এবং বালিকা বিখাগে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে জলঢাকা উপজেলা দল ৩-০ গোলে সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুজাউদৌলা, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওযাহেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।
বাসস/সংবাদ দাতা/২০৩০/স্বব