বাসস বিদেশ-৩ : মিশরে পুরস্কার বিজয়ী মানবাধিকার আইনজীবী আটক

139

বাসস বিদেশ-৩
মিশর-মানবাধিকার
মিশরে পুরস্কার বিজয়ী মানবাধিকার আইনজীবী আটক
কায়রো, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক): মিশর কর্তৃপক্ষ পুরস্কার বিজয়ী এক মানবাধিকার আইনজীবীকে রোববার আটক করেছে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে বিক্ষোভ কালে গ্রেফতার হওয়া প্রতিবাদকারীদের ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তে অংশ নেয়ার পর তাকে আটক করা হয়। তার আইনজীবী একথা জানান। খবর এএফপি’র।
তারেক আল-আওয়াদি জানান, কায়রোতে অবস্থিত স্টেট সিকিউরিটি প্রসিকিউটরের সদরদপ্তর ত্যাগ করার পরপরই মাহিনৌর অল-মাসরিকে গ্রেফতার করা হয়। সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শনকালে যেসব বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে তাদের আইনজীবী হিসেবে সেখানে তিনি এ তদন্ত কাজে অংশ নিয়েছিলেন।
সিসির পদত্যাগের দাবিতে শুক্রবার কায়রোসহ দেশটির অন্যান্য নগরে নাগরিকরা বিক্ষোভ করে।
ইজিপশিয়ান সেন্ট্রি পর ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল রাইটস জানায়, সরকার বিরোধী ওই বিক্ষোভের কারণে এ পর্যন্ত ৩৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বাসস/এমএজেড/১৩৫০/জুনা