বাজিস-৩ : ভোলায় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

129

বাজিস-৩
ভোলা-পূজা-সভা
ভোলায় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
ভোলা, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় আজ সোমবার আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক।
এখানে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশর দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে সুনাম রয়েছে। কারণ ধর্ম যার যার উৎসব সবার। এ দেশের কোন মানুষ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশের নাগরিক। এবছর জেলার ৭ উপজেলায় ১০৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, উৎসবমূখর পরিববেশ ও নির্বিঘেœ পূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়সহ সকল উপজেলায় ১টি করে কন্ট্রোল রুম খোলা হবে। ইতোমধ্যে প্রত্যেক মন্ডপে সরকারি অনুদান পৌঁছে দেয়া হয়েছে। এসময় জরাজীর্ণ মন্ডপগুলো সংস্কারের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করার জন্য হিন্দু নেতাদের আহবান জানান তিনি।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার সরকার মো: কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো: মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ মিয়া, পৌরসভার প্যানেল মেয়র মো: শাহে আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দূলাল চন্দ্র ঘোষ, সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দেসহ অন্যরা।
বাসস/এইচ এ এম/১৩-২০/নূসী