ফতুল্লায় তিন জঙ্গি আটক

387

নারায়ণগঞ্জ, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকার একটি বাড়িতে জঙ্গি বিরোধী অভিযানে এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
পাশের একটি টিনশেড বাড়িতে তাদের বিস্ফোরক তৈরীর ল্যাব রয়েছে আটকের পর এমন স্বীকারোক্তি দেয়ায় পুলিশ পাশের টিনশেড বাড়িটি ও তাদেরকে যে বাড়ি থেকে আটক করা হয়েছে সে বাড়িটি ঘিরে রেখেছে।
আজ সোমবার মধ্যরাত থেকে এই অভিযান শুরু হয়েছে বলে এলাকাবাসি জানায়।
নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা জেলা পুলিশের সহায়তায় ভোর রাত থেকে অভিযান শুরু করে। তারা তক্কার মাঠ এলাকার জয়নাল আবেদীনের তিন তলা ভবনে অভিযান চালিয়ে জঙ্গী তৎপরতার অভিযোগে জামাল উদ্দিন রফিক, ফরিদ উদ্দিন রুমি ও জান্নাতুল ওয়ারা অনু নামের এক নারীকে আটক করে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, পার্শ্ববর্তী একটি টিনশেড বাড়িতে তাদের বোমা তৈরীর ল্যাব রয়েছে। তাদের এ বক্তব্যের পর পুলিশ দুইটি বাড়িই ঘিরে রাখে।
সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা ডিসপোসাল ইউনিট এসে বোমা তৈরীর ল্যাবে বিস্ফোরক নিস্ক্রিয় করার কাজ শুরু করেছে।
এলাকাবাসী জানিয়েছে আটককৃত তিনজন তিন তলা বাড়ির মালিক জয়নাল আবেদীনের আত্মীয়। রফিক জয়নাল আবেদীনের ভাতিজা।