বাসস দেশ-৩৭ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমিরাতের প্রবাসী ওলামাদের কৃতজ্ঞতা প্রকাশ

327

বাসস দেশ-৩৭
কওমী মাদ্রাসা-স্বীকৃতি-অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমিরাতের প্রবাসী ওলামাদের কৃতজ্ঞতা প্রকাশ
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান হিসেবে স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবুধাবির আল আইন শহরের প্রবাসী বাংলাদেশি ওলামা মাশায়েখগণ।
গতকাল আবুধাবিতে ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে মতবিনিময় সভায় তারা এই কৃতজ্ঞতা জানান।
ওলামা মাশায়েখগণের কল্যাণে প্রয়োজনীয় সব কিছু করা হবে উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী ইসলাম ধর্মের অপব্যাখ্যা, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা ও মানুষ হত্যার দায়ে জামায়াতকে প্রত্যাখ্যান করার জন্য সকল ওলামা মাশায়েখের প্রতি আহ্বান জানান।
ভবিষ্যতে আরো বেশি সংখ্যক ওলামা মাশায়েখের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বাসস/তবি/এমএএস/১৯৪২/অমি