বাসস দেশ-৩৩ : ঢাবি উপাচার্যের সাথে মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সাক্ষাৎ

293

বাসস দেশ-৩৩
ঢাবি-সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সাথে মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার আমির ফরিদ আবু হাসান আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ তার কার্যালয়ে সাক্ষাৎকালে মালয়েশিয়ার সারাওয়াক বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জিন জাওয়ায়ি উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করে বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে যোগ দিতে ২০২০ সালের শুরুর দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে।
তার এই সফরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিশেষ কর্মসূচি গ্রহণ করা যায় কি না, সে ব্যাপারে তিনি উপাচার্যের সাথে মতবিনিময় করেন।
এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাম তেল, রাবার, পানি, মাটি ব্যবস্থাপনা, পরিবেশ ও অন্যান্য বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে মত বিনিময় করেন।
বাসস/সবি/এসএস/১৯২০/অমি