ব্লাড ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহবান

212

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা ব্লাড ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
আজ হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ব্লাক ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব সিএমএল দিবস উপলক্ষে বিএসএমএমইউয়ের এক সমাবেশে বক্তারা এ আহবান জানান।
তারা বলেন,সিএমএল হলো এক ধরণের ব্লাড ক্যান্সার যা কোনো জটিলতা ছাড়াই মুখে খাওয়ার ওষুধ সেবনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়।ভেজাল খাদ্য প্রতিরোধসহ বিশুদ্ধ খাদ্যের নিশ্চয়তা নিশ্চিত করা ও দুষণমুক্ত পরিবেশে মাধ্যমে এই রোগের প্রকোপ কমানো সম্ভব বলে জানান বক্তারা।
বিএসএমএমইউয়ের অধ্যাপক ডা. এ বি এম ইউনুসের সভাপতিত্বে ও সোসাইটির মহাসচিব ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া। আরো বক্তব্য রাখেন সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মোঃ ফখরুদ্দিন ভূঁইয়া, ঢাকা মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. অখিল চন্দ্র বিশ্বাস, ক্যান্সার হাসপাতালের ডা. একেএম মাইনুল ইসলাম, সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মোঃ আদনান হাসান মাসুদ প্রমুখ।
এর আগে বিএসএমএমইউয়ের বটতলাতলা থেকে একটি জনসচেতনামূলক র‌্যালি বের হয় ।
উল্লেখ্য,জিনগত ক্রটির কারণে ব্লাড ক্যান্সার হলেও ভেজাল খাদ্য, ক্ষতিরকারক বিকিরণ (রেডিয়েশন), ক্ষতিকারক কীটনাশকের অপব্যবহার এই রোগের অন্যতম কারণ ।