বাসস দেশ-২৫ : রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাজ্য অতিরিক্ত আরো ৮৭ মিলিয়ন পাউন্ড সহায়তা দিচ্ছে

115

বাসস দেশ-২৫
যুক্তরাজ্য – সহায়তা
রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাজ্য অতিরিক্ত আরো ৮৭ মিলিয়ন পাউন্ড সহায়তা দিচ্ছে
ঢাকা,২২ সেপ্টেম্বর ,২০১৯ (বাসস) : কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সাহায্য অব্যাহত রাখতে যুক্তরাজ্য অতিরিক্ত আরো ৮৭ মিলিয়ন পাউন্ডের সহায়তা ঘোষণা করেছে।
২০১৭ সালের আগষ্ট থেকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাজ্যের দেয়া সহায়তা এখন বেড়ে ২২৬ মিলিয়ন পাউন্ডে দাঁড়ালো।
যুক্তরাজ্যের ৮৭ মিলিয়ন পাউন্ডের এ অতিরিক্ত সহায়তা আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তা ও কাউন্সেলিং প্রদান এবং অসহায় ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতে সহায়ক হবে।
এদিকে, অতিরিক্ত এ সহায়তার মধ্যে ২০ মিলিয়ন পাউন্ড রোহিঙ্গা সংকটের কারণে কক্সবাজারের স্থানীয় জনগণের অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশের ওপর প্রভাব প্রশমনে তথা কক্সবাজার জেলার উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
আজ রোববার ঢাকাস্থ বৃটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, কক্সবাজার জেলার সমগ্র জনগোষ্ঠী যাতে আন্তর্জাতিক সহায়তার সুফল পায়,তা নিশ্চিত করতেও যুক্তরাজ্য কাজ করছে।
যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অলক শর্মার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞাপ্ততে জানানো হয়,তিনি বলেন,‘রোহিঙ্গা জনগোষ্ঠী যে মানবিক সংকটের সম্মুখীন হয়েছিল তার আকার পরিমাপ করা খুব কঠিন। ভয়াবহ নির্যাতনের সম্মুখীন হয়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা তাদের আবাসস্থল ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়।’
তিনি বলেন ‘এই পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন বাঁচানোর স্বার্থে খাদ্য, নিরাপদ পানি ও আশ্রয়সহ শিক্ষা ও কাউন্সেলিং প্রদানে ইউকে-এইড বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে।’
অলক শর্মা বলেন,‘রোহিঙ্গা শিবিরের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে নারী ও কন্যা শিশু। এই অতিরিক্ত অনুদান সেই সকল নারী ও কন্যা শিশুদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা, লিঙ্গভিত্তিক সহিংসতা ও মানব পাচার থেকে রক্ষা পাওয়া নারী ও কন্যা শিশুদের জন্য নতুন জরুরি আশ্রয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা প্রদান করবে। তিনি বলেন,
‘আজকে যে অতিরিক্ত সহায়তা ঘোষণা করা হল তা রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের অটুট অঙ্গীকারই ব্যক্ত করে।’
বৃটিশ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অতিরিক্ত অনুদান কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখতে এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সেখানকার পরিবেশের ওপর পড়া প্রভাব প্রশমন ও সামাজিক সংহতি বৃদ্ধি করতে সাহায্য করবে।
বাসস/সবি/জেডআরএম/১৮৩৫/অমি