বাসস দেশ-২২ : সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগম জাতীয় মানবাধিকার কমিশনের নয়া চেয়ারম্যান

106

বাসস দেশ-২২
মানবাধিকার কমিশন- চেয়ারম্যান
সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগম জাতীয় মানবাধিকার কমিশনের নয়া চেয়ারম্যান
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগমকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে আজ এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এ চেয়ারম্যান নিয়োগ ছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের একজন সার্বক্ষণিক ও ৫ জন অবৈতনিক সদস্যকে নিয়োগ দিয়েছেন।
কমিশনের একমাত্র সার্বক্ষণিক সদস্য হচ্ছেন, সাবেক সিনিয়র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ। আর অবৈতনিক সদস্যরা হচ্ছেন, এডভোকেট তৌফিকা আকবর, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, সাবেক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান ও সাবেক সচিব ড. নমিতা হালদার।
বাসস/সবি/এমআর/১৮২৫/-কেকে