কুষ্টিয়ায় মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

199

কুষ্টিয়া, ২২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলার দৌলতপুর থানার একটি মাদক দ্রব্য মামলায় আজ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
রোববার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ এক আদালতে দুই আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, দৌলতপুর উপজেলার আতারপাড়া চিলমারি গ্রামের মৃত আহাম্মদ হাওলাদারের ছেলে আলমগীর (৩৫), আকরব আলীর ছেলে সেলিম উদ্দিন (৪০), জাহাঙ্গীর হাওলাদারের ছেলে আজিম উদ্দিন, মসলেম খাঁর ছেলে সাইফুল এবং আজিজুল হাওলাদারের ছেলে সুফিয়ান। এরমধ্যে আজিম উদ্দিন, সাইফুল ও সুফিয়ান পলাতক।
কুষ্টিয়া জজ কোর্টের সকরারী কৌশুলী এডভোকেট অনুপ কুমার নন্দী জানান, এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিলের পর আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগের চার্জ গঠন করা হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে তাদের বিরুদ্ধে ফেন্সিডিল ব্যবসায় জড়িত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আজ এই রায় ঘোষনা করা হয়।