বাসস ক্রীড়া-৬ : লিগ পর্ব শেষে সর্বোচ্চ রান মাসাকাদজা-গুরবাজের

144

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-ব্যাটিং
লিগ পর্ব শেষে সর্বোচ্চ রান মাসাকাদজা-গুরবাজের
ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : গতকাল শেষ হলো ত্রিদেশীয় টি-২০ সিরিজে লিগ পর্ব। লিগ পর্ব শেষে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা ও আফগানিস্তানের রহমনউল্লাহ গুরবাজ। দু’জনই চার ইনিংসে ১৩৩ রান করে করেছেন। আফগানিস্তানের বিপক্ষে জয়ী হওয়া ম্যাচ দিয়েই সকল প্রকার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাসাকাদজা। ১৩০ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী।
শীর্ষ তিন-এ বাংলাদেশের কেউ না থাকলেও, চতুর্থ-পঞ্চম স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও অধিনায়ক সাকিব আল হাসান। ৪ ইনিংসে মাহমুদুল্লাহ ১২৬ ও সাকিব ৯৬ রান করেন। শীর্ষ পাঁচ-এ থাকা সব ব্যাটসম্যানই একটি করে হাফ-সেঞ্চুরি করেছেন।
লিগ পর্ব শেষে ত্রিদেশীয় টি-২০ সিরিজের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান
হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে) ৪ ৪ ১৩৩
রহমনউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) ৪ ৪ ১৩৩
মোহাম্মদ নবী (আফগানিস্তান) ৪ ৪ ১৩০
মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ৪ ৪ ১২৬
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৪ ৪ ৯৬
বাসস/এএমটি/১৫৪২/মোজা/স্বব