অর্থপাচার ও জঙ্গি অর্থায়ন রোধে বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

233

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, তার দেশ অর্থপাচার, জঙ্গি অর্থায়ন ও আইনের শাসন জোরদারে বাংলাদেশকে সহায়তা দিতে অঙ্গীকারাবদ্ধ।
শনিবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীতে মার্কিন দূতাবাস ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে আর্থিক অপরাধের উপর একটি কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সন্ত্রাসী ও আর্থিক অপরাধ বিশ্বজুড়ে আরো কৌশলপূর্ণ হয়েছে উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গি অর্থায়ন, অর্থপাচার ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ রোধে তদন্ত কর্মকর্তা ও কৌঁসুলিদের নতুন নতুন কৌশলের উপর প্রশিক্ষণ নেয়া অত্যন্ত জরুরি।
বিএফআইই প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসানও তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন। আজ ছিল কর্মশালার শেষ দিন।
এতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের প্রতিনিধিদের আর্থিক অপরাধ তদন্ত ও বিচারে বুনিয়াদী তথ্য ও কৌশল সম্পর্কে ধারণা দেয়া হয়।
যে বিষয়গুলোর উপর ধারণা দেয়া হয় সেগুলো হচ্ছে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত গুড প্র্যাকটিস, অর্থপাচারের তদন্ত ও বিচারের বৈধ কাঠামো, আর্থিক অপরাধ তদন্তে কৌশল প্রয়োগ, ফরেনসিক ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সম্পদ উদ্ধার ও পারস্পারিক বৈধ সহায়তা।
বাংলাদেশের সাথে আইন বিষয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের রয়েছে।