বাসস দেশ-১১ : সরকার দেশের প্রতিটি উপজেলা থেকে ৬ হাজার লোকের কর্মস্থানের ব্যবস্থা করবে

108

বাসস দেশ-১১
শিক্ষা- প্রশিক্ষণ-মতবিনিময়
সরকার দেশের প্রতিটি উপজেলা থেকে ৬ হাজার লোকের কর্মস্থানের ব্যবস্থা করবে
নড়াইল, ২১ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : সরকার দেশের প্রতিটি উপজেলা থেকে ৬ হাজার লোকের কর্মস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ ।
তিনি বলেন, এই ৬ হাজার লোকের কর্মস্থানের জন্য কারিগরি শিক্ষার প্রয়োজন এবং সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
আজ শনিবার নড়াইল সার্কিট হাউজে কারিগরি ও মাদ্রাসার শিক্ষকদের সাথে কারিগরি শিক্ষাবোর্ডের আয়োজনে ‘কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মুনশী শাহাবুদ্দীন আহমেদ জানান, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে সরকার এক হাজার ৮শ’ মাদ্রাসা উন্নয়নের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া তৈরির কাজ চলছে। ২০২১ সালে সারা দেশের সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা পর্যায়ে প্রায় ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে।
বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্যার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাশুক মিয়া, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৭৩৫/এএএ