গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

223

গোপালগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০১৯ (বাসস): জেলার সদর উপজেলায় শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কে
পিরোজপুরগামি যাত্রিবাহি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
আজ শনিবার ভোররাত তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শোনাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ন হাওলাদারের পুত্র বিজন হাওলাদার (২৫), নুর ইসলামের পুত্র রাসেল (২৪) এবং যশোরথ মন্ডলের পুত্র কমল মন্ডল (২৫)। নিহত সবার বাাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২জন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জানে আলম দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ জানে আলম জানান, শনিবার ভোররাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরের নাজরপুরগামী ইমাদ পরিবহনের একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) ঘটনাস্থলে পৌঁছানোর পর সড়কের উপর দাড়িয়ে থাকা পন্যবাহী একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২০-৭০৮৪ পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
তিনি জানান, এতে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রি নিহত ও অপর ১২জন যাত্রি আহত হন। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।